শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে ১৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা-মথুরাপুর ফিডার সড়কের মথুরাপুর গ্রামের মান্দারতলা খালের পাড়ে অজ্ঞাত(৫০) একব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে মধুখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কাছে তার মোবাইলে জানতে চাইলে তিনি জানান অজ্ঞাত ব্যাক্তির পরিচয় জানা গেছে, সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার তোয়ারডাঙ্গা গ্রামের জুবায়ের হোসেন ও মনোয়ার বেগমের ছেলে মোঃ উজ্জল (৫০)। সে পেশায় ভাড়্য়া প্রাইভেট কার চালক। ঢাকার আশুলিয়া এলাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার কথা বলে অজ্ঞতরা তার প্রাইভেট কারটি ভাড়া করে ছিল।
Leave a Reply