স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামী, স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক ফাইন বিন ওয়াজেদ ফাহিমকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিক্তিতে বুধবার রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে আটক করে। আটক ফাহিমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা ছাড়াও কোতয়ালী থানায় আরো ৫টি মামলা রয়েছে।
এদিকে এনএসআইয়ের ডিডি পরিচয় দিয়ে প্রতারনার সাথে জড়িত ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বুধবার বিকেলে শহরের কানাইপুর এলাকা থেকে ছানোয়ারকে আটক করা হয়। ছানোয়ারের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও নোয়াখালী জেলায় প্রতারনার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করা হবে। আটককৃতদের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। #
Leave a Reply