স্টাফ রিপোর্টার : রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিলে রঘুনন্দনপুর, কোমরপুর ফরিদপুরে প্রতিষ্ঠিত মসজিদে হামযা (রা.) এর প্রতিষ্ঠিত হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে আজ এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হামযা রা. ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাব্বত আলী মিলন। মূল আলোচনা পর্বে হামযা রা. ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক এ্যাড. সৈয়দ মইনুল শহীদ বলেন, হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসায় বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষাদানের পাশাপাশি পাঁচটি বিভাগে ভর্তি চলছে।
তাহলো মক্তব, নাজেরা, হিফয, দাওরায়ে হাদিস ও জেনারেল কিন্ডার গার্টেন। বর্তমানে বালক বালিকাদের পৃথক আবাসিক অনাবাসিক এবং ডে-কেয়ার শাখায় ভর্তি চলছে। তিনি বলেন মাদরাসাটির বিশেষ বৈশিষ্টের মধ্যে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত, আরবি ও ইংরেজি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জনের পাশাপাশি মুহাদ্দিছীনের মাসলাক অনুসরণে কুরআনুল করীম ও বিশুদ্ধ হাদিসের ব্যাখ্যা শিক্ষাদান, দেশী-বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের সমন্বয়ে প্রনীত সিলেবাসের আলোকে পাঠদান, আরবি ও ইংরেজি বক্তব্য, বির্তক প্রতিযোগীতায় দক্ষতা অর্জন, আবাসিক ছাত্রদের জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা তদারকী, নিয়মিত খেলাধুর ও সাংস্কৃতিক কার্যক্রমের সু-ব্যবস্থা, তথ্য প্রযুক্তি কম্পিউটার শিক্ষা, হাতের লেখা, মশক্্ আবৃত্তি, উপস্থাপনার পতি বিশেষ গুরুপ্ত প্রদান এবং স্বাস্থ্যসম্মত খাবার ও মনরোম পরিবেশ।
প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বার নিয়ন্ত্রিত। তিনি দ্বীনি জীবন নিশ্চিত করার লক্ষ্যে হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসায় প্রিয় সন্তানকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়ার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন রাসূল (ছা.) বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় (মিশকাত, হাদীস নং . ২১০৯)। রাসূল (ছা.) আরো বলেন, যে ব্যক্তি জ্ঞানার্জনে কোন পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ফেরেশতাগণ জ্ঞানার্জনকারীর জন্য দো‘আ করেন (ছহীহুল জামে, হাদীস নং. ৬২৯৭)। সুতরাং নিজে দ্বীনি শিক্ষা গ্রহণের পর সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ফজীলত অপরিসীম। সৈয়দ মইনুল শহীদ দ্বীনি শিক্ষা প্রসার তথা সহীহ দ্বীন প্রচার ও প্রসারে সকলকে এগিয়ে আসার ও আর্থিক সহযোগীতা প্রদানের আহবান করেন। আর্থিক সহযোগীতা পাঠাবার বিকাশ নম্বর ০১৮৫৭৫০৩৯৩৯।
Leave a Reply