স্টাফ রিপোর্টার : ফরিদপুরে স্বাস্থ্যখাতে সুশাসন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর এ সভার আয়োজন করে। এতে প্রায় শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান।
মেডিকেল কর্মকর্তা নুসরাত ফারহান, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ঝর্ণা রাণী কুন্ডু, উপ সহকারি কমি্িুনিটি মেডিকেল কর্মকর্তা মাসুদুর রহমান, মিডওয়াইফ জান্নাত খাননম। স্বাস্থ্য উপ কমিটির সদস্য গোবিন্দ বাগচী, ফিরিদপুর টিআইবির সমন্বয়কারী গোলাম মোস্তফা। সভায় বক্তারা বলেন, সকল নাগরিকের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে আমাদের সকলকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। আমরা যারা সমাজের ও সরকারের বিভিন্ন দায়িত্বে আছি তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করি তবেই সকলের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা সম্ভব হলে আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাবো।
সভায় অতিথির বক্তব্যে ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান বলেন যে, এখানে যে, ২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, তা আমাদের জনগনের সেবা প্রদানের জন্যই আছে। এখানে যে, একজন মেডিকেল অফিসার বসেন সেটি অনেকেই জানেন না। তাছাড়া গ্রামের অধিকাংশ মানুষ গরীব ও অল্পশিক্ষিত, সুতরাং মানসম্পন্ন সেবা প্রদানের জন্য তিনি সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান। তিনি এখানে সুপেয় পানির ব্যবস্থা করার জন্যও আশ্বাস দেন। আলোচনা সভা শেষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সকলের মাঝে একটি ধারণা প্রদান করা হয়।
Leave a Reply