মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় বহুল প্রতীক্ষিত “স্বপ্নের পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষে ঐতিহ্যবাহী ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাতিক্রমধর্মী এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গতকাল দুপুরে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি এ বিদ্যাপীঠ ‘‘ইকামাতেদ্বীন মডেল কামিল (এম.এ) মাদ্রাসা’’-য় আয়োজিত “স্বপ্নের পদ্মা সেতুর” উপর চিত্রাঙ্গন,স্বরচিত গল্প,কবিতা ও গান প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রসার অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদ মাতুব্বর,শিক্ষকবৃন্দ প্রমুখ। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক-বিভাগ, খ-বিভাগ, গ-বিভাগ, ঘ-বিভাগ, ঙ-বিভাগ, চ-বিভাগে অর্থাৎ মোট ৬ টি বিভাগে ভাগ হয়ে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের সভাপতি মোঃ আবু ইউছুফ মৃধা সমাপনী বক্তব্যে বলেন,পদ্মা সেতু বাঙালি জাতির কাছে একটি স্বপ্নের নাম ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অক্লান্ত পরিশ্রমে সেই স্বপ্ন আজ বাস্তবতায় রূপ নিয়েছে।
সে জন্য বাঙালি জাতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সরকারের নিকট চিরকৃতজ্ঞ। এই পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হবে। এ সময় পদ্মাসেতু এবং বন্যাকবলিত সিলেট বিভাগবাসীর জন্য দোয়া কামনাসহ সারা দেশবাসীকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply