এসএম রুবেল, বোয়ালমারী : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি হিসেবে তালিকাভূক্ত হওয়ায় ফরিদপুর আইজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার এবং অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটনকে প্রেসক্লাব বোয়ালমারীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় স্টেশন রোডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্বর্ধনা সভায় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার, অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী আমিনুল ইসলাম, সহসাধারন সম্পাদক আমীর চারু বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক এসএম রুবেল, কোষাধ্যক্ষ হাসান মাহামুদ মিলু, কার্যনির্বাহী সদস্য মো. মিজান উর রহমান, জাকির হোসেন, সুমন খান, টুটুল বোস প্রমুখ।
Leave a Reply