স্টাফ রিপোর্টার : ঝুঁকিপূর্ন জনগোষ্ঠির মনোভাব, মূল্যবোধ ও আচরণের ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ কমিয়ে আনার মধ্য দিয়ে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যকে সামনে নিয়ে পূর্ব খাবাশপুরস্থ কার্যালয়ে ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস) ফরিদপুরের আয়োজনে আজ বুধবার দিন ব্যাপি লাইফ স্কীল এডুকেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়।
জেলা ইনচার্জ মো. পলাশ খানের পরিচালনায় এতে মোট বিশজন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। মূলত আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায় ও গেøাাবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে ‘কনটিনিউয়েশন এ্যান্ড স্কেল আপ অব প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কী পপুলেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হয়।
প্রধানত “হিজড়া ও হিজড়াদের ন্যায় প্রান্তিক জনগোষ্ঠিদের এইচআইভি/এইডস প্রতিরোধে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির অনাকাঙ্খীত বিভিন্ন সমস্যার সমাধান ঘটিয়ে একটি উন্নত জীবন নিশ্চিত করা ও মানবাধিকার প্রতিষ্ঠায় জীবন দক্ষতা বিষয়ক মোট ১১ অধ্যায় এই প্রশিক্ষণে প্রশিক্ষণাথীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
Leave a Reply