মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান করার লক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফিউদ্দিন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, সালথা থানার এসআই মোঃ মারুফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ। উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান জানান, ২৯ জন ভিক্ষুককে মোট ৩লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।
Leave a Reply