স্টাফ রিপোর্টার : বাঙালি সংস্কৃতির বিকাশে ” চলো হারাই শৈশবে” প্রতিপাদ্যে ফরিদপুরের সালথা উপজেলায় ঘুড়ি উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে হলে এ ধরনের দেশী সংস্কৃতির আয়োজন বেশি বেশি করা দরকার।
সালথা উপজেলা পরিষদ আয়োজিত উৎসবের সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিন জানান, ঘুড়ি উৎসবে বিভিন্ন স্থান থেকে আশা বাহারি নামের দুই শতাধিক ঘুড়ি আকাশে ওড়ানো হয়। এসময় সালতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফকির মিয়া সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply