স্টাফ রিপোর্টার :
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার ১০ম মৃত্যু বার্ষিকী ২০ ডিসেম্বর। ১৯৪০ সালের ০১ জানুয়ারী জন্ম নেয়া এ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ নেতা ২০১০ সালের ২০ ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করেন।
পরিবার ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান, দীর্ঘ ২৬ বছর ধরে আব্দুর রউফ মাস্টার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও জেলা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্যও ছিলেন।
আব্দুর রউফ মাস্টার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, খরসূতী চন্দ্র কিশোর বহুমূখী উচ্চ বিদ্যালয় স্থাপনসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক হিসাবে দলের জন্য কাজ করে গেছেন আজীবন। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এ কারণে মরহুম আব্দুর রউফ মিয়াকে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।
মহান এ রাজনীতিকের দশম মৃত্যু বার্ষিকীতে পুত্র আব্দুল্লাহ আল মামুন পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply