মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স কার্যালয়ে এক নাশকতামূলক অগিকান্ডেনের ঘটনা ঘটেছে। সোমবার সকাল অনুমান ১১টায় কমপ্লেক্সএর নিচ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে সদরপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। জানা গেছে, উপজেলা সদরের নয়রশি গ্রামের নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবনটি উপজেল চত্তর থেকে দুরে হওয়ায় ভবনটিতে মুক্তিযোদ্ধারা কেউ বসেন না।
এসুযোগে কমপ্লেক্স এর পাশে এলাকায় বসবাসরত জনগণ তাদের খড়কুটা ও পাটকাঠি স্তুপ করে রাখে। স্থানীয়রা জানান, সকাল অনুমান ১১টায় নয়রশি গ্রামের কাশেম মোল্যা (৩৫) আগুন দিয়ে বল্লার বাসা ভাঙ্গতে যায়। তার হাতে থাকা আগুন থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ৪ তলা ভবনের নীচের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পিলার ও নীচ তলা ছাদের প্লাস্টার স্থানে স্থানে ধসে পড়েছে। পানির লাইন ও পয়নিষ্কাশনের পাইপ গুলো পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর ডাঃ আব্দুল গাফ্ফার মিয়া সদরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার অগ্নিকান্ডে ঘচনা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করছে।
Leave a Reply