সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শত-শত শিক্ষক শিক্ষিকার অংশগ্রহনে উপজেলা প্রশাসন চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র্যালীর মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল। আরও বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, সদরপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ হাসিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
Leave a Reply