মানিক দাস :
স্ট্রাইকার রতনের পেনাল্টি থেকে দেয়া একমাত্র গোলে ফাইনালে উঠেছে মিনা একাদশ। শনিবার শহরের ঈশান স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ১/০গোলে প্রতিপক্ষ আমরাই ভাই ব্রাদার দলকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। এতে দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করে রতন। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মামা-ভাগ্নে একাদশ খেলবে ফয়সাল স্মৃতির বিপক্ষে । ম্যাচটি কবে আরম্ভ হবে তা পরে জানা যাবে বলে কর্তৃপক্ষ জানান।
Leave a Reply