1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সকল প্রস্তুতি সম্পন্ন : আগামীকাল সালথা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সকল প্রস্তুতি সম্পন্ন : আগামীকাল সালথা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন

  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৯৭ জন পঠিত
সকল প্রস্তুতি সম্পন্ন : আগামীকাল সালথা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন
সকল প্রস্তুতি সম্পন্ন : আগামীকাল সালথা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ মে মঙ্গলবার। এ উপলক্ষে উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সালথা উপজেলার ভোটার রয়েছে ১ লাখ ৪২হাজার ১শ’ ৪৮ জন, পুরুষ ভোটার ৭৪ হাজার ৪শ’ ৪৪ ভোট।

উপজেলার ৫০ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আনিছুর রহমান বালী জানান, মঙ্গলবার ( ২০ শে মে) ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।

তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। উল্লেখ্য ভোট গ্রহণের এক দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম সংবাদিক শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান ওয়াহিদুজ্জামান।

সালথা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ছিলেন। এদের একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। ওয়াহিদুজ্জামান সড়ে যাওয়ায় এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমানে একজন প্রার্থী থাকলেন। তবে সরকারি ভাবে সরে যাওয়ার সময় আগেই অতিবাহিত হওয়ায় আগামীকাল মঙ্গলবার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পাশাপাশি চেয়ারম্যান পদেও ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION