মনির মোল্যা, সালথা :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে ফুল দিয়ে সংবর্ধনা জানান অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথীর বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারাই জাতির শেষ্ট সন্তান। তাদের স্থান সবার উপরে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তি যোদ্ধাদের সুযোগ বিদাধা বৃদ্ধি পায়। প্রতিটি দরিদ্র মুক্তি যোদ্ধাকে বাড়ি তৈরি করে দিচ্ছে শেখ হাসিনা সরকার। তাই দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ অনেক এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সালথা-নগরকান্দা কৃষ্ণ পুরের মানুষের জন্য আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি সারা জীবন কাজ করেছেন। আমিও আপনাদের সেবায় আজীবন কাজ করে আপনাদের পাশে থাকতে চাই।
Leave a Reply