স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গ পুজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ফরিদপুর জেলা শাখার নব নির্বাচিত আহ্বায়ক আব্দুস সোবহান।
এক বার্তায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ আজ সম্প্রীতির দেশ হিসেবে সারা বিশ্বে সমাদৃত।
এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান আজ অনন্য উদাহারণ সৃষ্টি করেছে। সম্পৃতির এই দেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গ পুজা। করোনা দুর্যোগ চলাকালে যথাসম্ভব সামজিক দূরত্ব বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে তিনি শুভেচ্ছা জানিয়েছেন উৎসব সংশ্লিষ্ট সকলকে। #
Leave a Reply