মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে শত বছরের পুরনো এলাকার একমাত্র খেলার মাঠের জায়গায় গুচ্ছগ্রাম তৈরীর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৩ ডিসেম্বর সকালে উপজেলার ভাঙ্গা-জান্দি ফিডার সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ সহ সর্বস্তরের জনগন মানববন্ধনে অংশগ্রহন করে। এ সময় তারা নানা শ্লোগান দেয় এবং খেলার মাঠ রক্ষা করে গুচ্ছগ্রামটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবী জানান।
সাবেক ইউপি চেয়ারম্যান এম,এ, রশিদ নান্নু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খালিদ হাসান লিটু,বঙ্গ টিভির ব্যবস্থাপনা পরিচালক রাসেল হোসেন হ্দয়,মুক্তিযোদ্বা মোজম্মেল মাতুববরসহ অন্যান্যরা।
Leave a Reply