স্টাফ রিপোর্টার : মুরতি তোমার দেখিতে প্রভু/কতজন আসে আঙ্গিনায়/করুণার ধারা বর্ষিত তোমার/বঞ্চিত জীব কেহ নয় …….. মানবতার মর্ম বাণীতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আর কল্যাণের আলোক জ্যোতি ছড়িয়ে দিয়ে প্রেমের বৃন্দাবন সৃজন করা ফরিদপুরে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫২ তম শুভ আবির্ভাব উৎসব জমে উঠেছে। নানা আয়োজনের মধ্যে রয়েছে শ্রী মদ ভগবত পাঠ, শুভ অধিবাস কীর্তন, অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম কীর্তন, ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম কীর্তন, ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম কীর্তন, আলোচনা সভা শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, শ্রী প্রভু সুন্দরের কুঞ্জ ভঙ্গ, নগরকীর্তন, জলকেলি মহোৎসব।
এছাড়া উৎসবকে ঘিরে শ্রীধাম শ্রীঅঙ্গন সংলগ্ন মহিম ইন্সটিটিউশন মাঠে বসছে বিশাল লোকজ মেলা। “নেমেছে ধুলার তলে হীন প্রতিতের ভগবান” মানব মুক্তির মর্মবাণী ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ফরিদপুরে আবির্ভূত হয়েছিলেন প্রভু জগদ্বন্ধু সুন্দর। দর্শন, মনন, সৃজন আধ্যাত্মিকতা ও আত্মিক শুদ্ধতায় ঈশ্বর প্রেমের সুধা পুষ্প বৃষ্টির মতো ছড়িয়ে দিয়ে যিনি গেয়ে গেছেন মানুষের জয়োগান। গোলকের আসন ছাড়িয়া ভুলোকে শ্রীচরণার্পণ করেছেন বৈশাখী সীতা নবমী তিথির ব্রাহ্ম-মুহূর্তে।
সেই অনবদ্য আরাধনায় ফরিদপুর বাসীর মহানাম স¤প্রদায়ের সঙ্গে শ্রী শ্রীধাম শ্রীঅঙ্গন মহানাম যজ্ঞ ক্ষেত্রে সমবেত হবে লাখো ভক্ত। প্রভুর সুন্দরের দর্শনে উজ্জীবিত ফরিদপুর তথা বাংলাদেশের মানুষ মহান সৃষ্টিকর্তার কাছে বিশ্বমানবের মঙ্গল কামনায় যে প্রার্থনা আরাধনায় মিলবে প্রভু যেন হৃদয়ের সমস্ত কালিমা ধর্ম বর্ণ গোত্র ব্যবধান দূর করে অত্মশুদ্ধতার বাতাসে দোল খাবার সৌভাগ্য দান করেন ফরিদপুর তথা লাখো লাখো ভক্তের সেই প্রত্যাশাই এবারের উৎসবে প্রতিপাদ্য বিষয় হয়ে উঠেছে। প্রতিদিনই প্রভু কৃপা পেতে ভক্ত প্রেমের ঢুলু ঢুলু অংশগ্রহণ সকলকে মুগ্ধ করছে। ৯ মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৭ মে ২০২২ পর্যন্ত।
Leave a Reply