বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে কৃষক বন্ধুদের সমন্বয়ে ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ভাঙ্গায় ডা: কাজী আবু ইউসুফ ষ্টেডিয়াম মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন খাঁন নিখিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত বঙ্গবন্ধু গবেষক সুভাষ সিংহ রায় ও বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
প্রধান অতিথির বক্তব্য দানকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডললীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা এসেছে। তারা বোঝে স্মার্ট বাংলাদেশে উন্নয়ন, শিক্ষা, বাসস্থান ও কর্মজীবনের নিশ্চয়তা রয়েছে। এই ধারণা শেখ হাসিনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। তিনি বলেন, টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায় ৬৮ কেজী ওজনের বোমা হামলা চালিয়ে শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দিতেই পরিকল্পনা করা হয়েছিলো।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ বলেন, করোনাসহ বিভিন্ন দূর্যোগেও আমরা খাদ্য ঘাটতিতে পড়ি নাই, যার কৃতিত্ব এবং গৌরব এদেশের কৃষক ভাইদের। বাংলাদেশের কৃষি ও কৃষকদের এই সাফল্য দেশ বিরোধীদের পছন্দ হয়না। তারা পদযাত্রার নামে পথে ঘাটে ঘুরছে পাগলা কুকুরের মতো। তিনি বলেন, তারা সংবিধান পরিবর্তনের কথা কয়, সংবিধান পরিবর্তনের নানা নিয়ম ও বিধান রয়েছে, অনিয়নমের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায়না। তিনি বলেন, আপনারা ক্ষমতায় এসে সেই বিধান মেনে সংবিধান পরিবর্তন কইরেন, আমরা সহযোগীতা করবো।
আর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন খাঁন নিখিল বলেন, একজন দক্ষ নেত্রী হিসেবে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, সেই সংকট মোকাবেলায় তিনি প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্ধেশনা দিয়েছেন, এ নির্দেশনা পালনে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে থাকবে। #
Leave a Reply