মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেনের জানাজায় হাজারো মানুষের ঢল। সোমবার সকাল ১১টায় উপজেলার ভাওয়াল মাদ্রাসা মাঠে বেলায়েতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে দরগাহ মাদ্রাসার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল (২০ নভেম্বর) রবিবার রাত সাড়ে ৯ টার দিকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেলায়েত ভাওয়াল গ্রামের তেহারদ্দী মাতুব্বারের ছোট ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, কেন্দ্রীয় যবুলীগ, জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতারা গভীর শোক প্রকাশ করছেন। জানাজায় আওয়ামীলীগের নেতারা উপস্থিত সকলের কাছে বেলায়েতের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply