স্টাফ রিপোর্টার :
যুবলীগের কমিটিতে বিএনপি ও জামাত শিবিরের কোন স্থান হবেনা উল্লেখ করে যুবলীগের আলোচিত প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-৪ আসনের এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামীর যুবলীগ হবে পরীক্ষিত, ভদ্র ও শিক্ষিতদের সমন্বয়ে, কারো সুপারিশে কমিটিতে স্থান পাবেনা কেউ। আগামী দিনের জঙ্গীবাদ ও মৌলবাদকে প্রতিহত করবে ওই যুবলীগ। তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করবে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠানে কথাগুলো বলেন সাংসদ।
হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ওই সভায় কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। #
Leave a Reply