স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় যুবদলের সভাপতি’ সুলতান সালাউদ্দিন টুকু’র নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে রোববার (৫ মে) শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। সংগঠনের ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে, শহরের ব্রাহ্মসমাজ সড়ক হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মূখে পথ সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, নাসির খান, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন মোল্লা, মহানগর যুবদলের সহ সভাপতি আদনান খান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান । এ সময় সকল বক্তারা বলেন, আগামী দিনের সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহনের আহবান জানান।
Leave a Reply