1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - আজকের ফরিদপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ জন পঠিত
যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে অমর একুশে উদযাপনের আনুষ্ঠিকতা শুরু হয়। শহীদ মিনারে প্রথম পূষ্পার্ঘ অর্পন করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। পূষ্পার্ঘ অর্পন করেন আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রার্থী ঝর্না হাসান।

এরপর একে একে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপারে মোহাম্মদ মোর্শেদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস পুষ্পার্ঘ অর্পন করেন। অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে সর্বস্তরের জনতার ঢল নামে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত ফরিদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে।

এর আগে শহীদ মিনার চত্ত্বরে এক মিনিট নিরবতা ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায করে দোয়া করা হয়।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ৯ টায় প্রভাত ফেরি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে এটি শুরু হয়ে মুজিব সড়ক, শহীদ সূফী সড়ক হয়ে অম্বিকা ময়নাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে এ শোভাযাত্রা শেষ হয়। বিকেলে অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে নয় দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় সরকারি রাজেন্দ্র কলেজ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে চত্ত¡রে আন্ধকার বিনাশী আলোর প্রদীপ প্রজ্জ্বলন করে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION