মোঃ সরোয়ারা হোসেন, ভাঙ্গা : ‘‘ মাদককে না বলুন, জাীবনকে সুস্থ্য রাখুন’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য রোধকল্পে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার চাঁদনী সিনেমা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। সহকারী কমিশনার( ভ‚মি) মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাসিন উদ্দিন ফকির,কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক আকরামুজ্জামান রাজা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, ভাঙ্গা কে, এম, কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন।
Leave a Reply