মানিক দাস :
মহামারী করনার কারণে মাঝপথে বন্ধ হল উত্তর শোভারামপুর লাল সবুজ যুব সংঘ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট। মোট ১৬ টি দল কে নিয়ে লীগ পদ্ধতিতে টুর্ণামেন্টে ৬ টি খেলা অনুষ্ঠিত হয়। কিন্তু মহামারী ভিরূপ আবহার কারণে খেলাগুলি মাঝপথে বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে টুর্নামেন্ট কমিটির সদস্য মন্টু মোল্লা জানান এই অবস্থা কেটে গেলে আবারো খেলাগুলো অনুষ্ঠিত হবে।
Leave a Reply