স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ম্রদ্ধা জানিয়ে ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন জুড়ে টানানো পোস্টার রাতের আধারে ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে এসব পোস্টার ছেড়া হয়েছে দাবী করে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার লোটন জানান, মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোসহ মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ইউনিয়ন জুড়ে পাঁচ হাজার পোস্টার লাগানো হয়। কিন্তু রাতের আধারে ভিন্ন দল থেকে আসা জনৈক হাইব্রীড আওয়ামীলীগ নেতার ইন্ধনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্রটি প্রায় দুই হাজার পোস্টার ছিড়ে ফেলে। তিনি জানান পোস্টারে জাতির জনক বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি ছাড়াও আওয়ামীলীগের জেলা নেতৃবৃন্দের ছবি রয়েছে। যারা বঙ্গবন্ধুর ও দলীয় সভানেত্রীর ছবি সম্বলিত পোস্টার ছিড়তে পারে তারা কখনো আওয়ামীলীগ করতে পারেনা।
এমন ঘটনায় স্থানীয় ত্যাগী আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে দাবী করে দোষীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। #
Leave a Reply