মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা: ভাঙ্গায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে ভারতে কট‚ক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিরাট বিক্ষোভ মিছিল করেছে তৌহীদী জনতা ও যুব সমাজ সহ সর্বস্তরের জনগন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মাঠ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহকারে সর্বস্থরের তৌহিদী জনতা কে নিয়ে মিছিলটি ভাঙ্গা বিশ^রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। বিক্ষোভ মিছিলে প্রতিবাদকারীরা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার,ফেষ্টুন বহন করেন। এ
সময় তারা নুপুর শর্মার ফাঁসি চাই,নবীন জিন্দালের ফাঁসি চাই, কটুক্তিকারীদের দুই গালে জুতা মারো তালে তালে’’সহ নানা শ্লোগান দেয়। পরে নুপুর শর্মা ও নবীন জিন্দালের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে প্রতিবাদ সভায় কটুক্তিকারীদের দৃষ্টান্দমূলক শাস্তি সহ জাতীয় সংসদে বিল উথ্পনের মাধ্যমে বিভিন্ন ইসলাম ধর্ম সহ সকল ধর্মের কটুক্তিকারীদের মৃত্যুদন্ডের বিধান রাখার দাবী জানান।
তৌহীদী জনতার সভায় জানানো হয় স¤প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া প্রধান নবীন জিন্দালের কট‚ক্তি করে হাজার মুসলমানের মনে আঘাত দিয়েছে। প্রতিবাদ সমাবেশের আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লার সার্বিক তত্তাবধানে এ সময় বক্তব্য রাখেন, ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউছুফ মৃধা, মাওলানা আবুল খায়ের সেলিম,মাওলানা মাসুদ, মাওলানা তলহা, প্রভাষক নুরুজ্জামান সহ ওলামায়ে কেরামবৃন্দ।
Leave a Reply