1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুমতিতে তীব্র ভাঙ্গন, দিশেহারা মানুষ

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১২৮৭ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের আজমপুর ও চরডাঙ্গা গ্রামে মধুমতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই ভাঙ্গছে নদীর পাড়। এতে পাকা রাস্তা, বাড়ি-ঘর, গাছপালা ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে। ঘর-বাড়ি হারিয়ে অনেকে খোলা স্থানে অসহায় দিন কাটাচ্ছেন। বাড়ি-ঘর হারিয়ে তারা অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছেন। জনপ্রতিনিধিরা তাদের কোনো খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেন নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষেরা।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার থেকে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। অল্প সময়ের মধ্যে কয়েকটি বাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া গোপালপুর হতে চরডাঙ্গা গ্রামে যাতায়াতের পাকা সড়কটির ১০০ মিটার নদীগর্ভে বিলীন হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করেছেন।ভাঙ্গন কবলিত দুটি স্থানে বেশ কিছু মাটিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা করছেন।
যদিও এলাকাবাসী অভিযোগ করেছেন-রাস্তা রক্ষায় ও নদীর ভাঙ্গন রোধে কাজ হচ্ছে খুব ধীরগতিতে। ফলে প্রতিনিয়ত ভাঙ্গছে নদীর পাড়। এছাড়া হুমকির মুখে রয়েছে প্রাথমিক স্কুল, মসজিদ, দোকান-পাটসহ অসংখ্য বাড়ি-ঘর।এ ব্যাপারে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, নদী ভাঙ্গন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগামী শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে বাধ দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION