1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মধুখালীতে সংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাংচুরের অভিযোগ - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালীতে সংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাংচুরের অভিযোগ

  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১১৫০ জন পঠিত



শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুরে “দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ” এ পাট সরবরাহকারীদের অসন্তোষের খবর সংগ্রহে গেলে সংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করে।



জানাগেছে, দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ মালিক কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করে বিনা নোটিশে মিলটি বন্ধ ঘোষনা করলে পাট ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঘটনার সত্যতা যাচাইয়ে শুক্রবার বিকালে সংবাকমীরা সেখানে সংবাদ সংগ্রহে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তাকর্মীরা হামলা চালিয়ে মারধর করে। এতে চ্যানেল এস টেলিশিভনের মোঃ মফিজুর রহমান মুবিন, জয়যাত্রা টেলিশিভনের মেহেদী হাসান পলাশ ও দৈনিক ঢাকা প্রতিদিনের সালেহীন সোয়াদ সাম্মী সহ কয়েকজন সংবাদকর্মী আহত হন। এক পর্যায়ে সংবাদিকদের মিলের ভেতরের একটি কক্ষে আটকে রেখে মারধর করে ক্যামেরা ভাংচুর করে ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।



এঘটনায় শুক্রবার রাতেই সাংবাদিক মেহেদী হাসন পলাশ বাদী হয়ে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগদাখিল করেন।

মোঃ মফিজুর রহমান মুবিন বলেন, ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পর উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় মধুখালী থানা পুলিশ ওই সংবাদকর্মীদের উদ্ধার করে।



সাংবাদিক মেহেদী হাসন পলাশ জানান, গেটে পৌছানোর সাথে সাথেই ছবদাল কবির (৩২), শামীম আহমেদ (৩০), রফিকুল ইসলাম (৪৫), সুজাউল আলম (৩৫) মোঃ কামাল (৩০) নিয়াজউদ্দিন (৫৫), আব্দুর রহমান রবিউল (৩২) সহ আরো ১০/১২জন অতর্কিতে হামলা চালায়।



মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথীন্দ্রনাথ তরফদার জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে সত্যতাও পেয়েছি, কাউকে না পাওয়ায় আটক করা যায়নি। পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION