নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে প্রেম ঘটিত কারণে গলায় ওড়না পেঁচিয়ে তুলি দাম (১৭) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে। তুলি রাজবাড়ী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। (১৩ মার্চ) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে গাজনা ইউনিয়নের ধোপাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুলি উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতী গ্রামের নিখিল দামের মেয়ে। সকাল ১১ টার দিকে তুলি নিজ বাড়ীর ঘরের বারান্দার রুইয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। প্রেমের সম্পর্ক নিয়ে অস্বীকার করেন পাশের গ্রামের বড়াইল এলাকার তরিকুল ইসলাম। এতে প্রেমিকা অভিমান করে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তুলির জেঠা মন্টু দাম বলেন, আমার ছোট ভাই নিখিলের দুইটি সন্তানের মধ্যে এক মেয়ে ও এক ছেলে।
দুই ভাই-বোনদের মধ্যে তুলি ছিল বড়। ওইদিন তুলির বাবা নিখিল দাম বেলেশ্বর বাজারে করাত কলে কাজ করতে যায়। এবং তুলির মা নিলা দাম রান্না ঘরে কাজ করতে ছিলো। তিনি তুলিকে ঘরের বারান্দার চালের কাঠের রুইয়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে তুলির জেঠাসহ প্রতিবেশিরা এসে তুলিকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মধুখালী থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, তুলির মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তুলির বাবা বাদি হয়ে মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
Leave a Reply