1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মধুখালীতে পুনরায় বিজিবি মোতায়েন : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন - আজকের ফরিদপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালীতে পুনরায় বিজিবি মোতায়েন : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৯৪ জন পঠিত
মধুখালীতে পুনরায় বিজিবি মোতায়েন : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
মধুখালীতে পুনরায় বিজিবি মোতায়েন : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পুণরায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বিজিবি টহল দেওয়া শুরু করেছে। এদিকে মধুখালীর সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন করেছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে। ফরিদপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর বজলুল হুদা। এর মধ্যে দুই প্লাটুন বিজিবি মধুখালীতে এবং বাকি সদস্যরা ফরিদপুর শহরসহ জেলার বিভিন্ন জায়গায় টহল দেবে।

প্রসঙ্গত গত শুক্রবার (১৯ এপ্রিল) সকালে প্রথম মধুখালীসহ ফরিদপুরে বিজিবি মোতায়েন করা হয়। গত সোমবার বিজিবি প্রত্যাহার করা হয়েছিল। গত মঙ্গলবার মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে একটি মন্দিরের প্রতীমার কাপড়ে আগুন ধরার ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মধুখালী ঈদগাহ ময়দান সংলগ্ন ঢাকা-খুলনা মহাড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর পর বিক্ষোভ শুরু হলে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধুখালী উপজেলার মধুখালী বাজার থেকে বাগাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছের গুড়ি, ইট জরো করে, টায়ার ও গাছের গুড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

প্রেক্ষাপটে নতুন করে ফরিদপুর চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, গত শুক্রবার ঢাকা-খুলনা মহা সড়কের ১০ কিরোমিটার অংশ দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধ করায় শত শত দূর পাল্লার বাসের হাজার হাজার যাত্রীর চরম ভোগান্তি হয়। এ প্রেক্ষাপটে ফরিদপুরে পুণরায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, মধুখালীর পঞ্চপল্লির ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে আইনগত যথাযথ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, তারপরও একটি মহল এ ঘটনাকে পুঁজি করে ভিন্ন মাত্রা দিয়ে ফায়দা হাসিলের উদ্দেশ্যে ঐদিন মনববন্ধন কর্মসূচি পালনের নামে বিক্ষোভ করে ওই মহাসড়কটি কমপক্ষে পাঁচ ঘন্টা ঢাকা-খুলনা মহা সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করেছে। পুলিশ সুপার বলেন, গত সোমবার একটি ফেসবুক আইডি থেকে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সর্বস্তরের মানববন্ধন কর্মসূচির ব্যানারে আয়োজন করে। এর কিছুক্ষণ পর তিনি ফেসবুকে নতুন পোষ্ট দিয়ে বলেন, এ কর্মসূচি তারা পালন করবে না।

পুলিশ সুপার বলেন, তারপরও আজ সকাল সাড়ে নয়টার দিকে মধুখালী ঈদগাঁহের সামনে মাহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচি শেষ করে পুলিশের বাধা অমান্য করে মহাসড়কে উঠে যান চলাচল বন্ধ করে দিয়ে ডুমাইন এলাকার দিকে অগ্রসর হতে থাকেন। তারা মধুখালী বাজার, মরিচ বাজার, মালেকা চক্ষু হাসপাতাল, আড়কান্দি সেতু, নওপাড়া মোড়, বাগাট বাজার, গোপঘাট স্ট্যান্ড, মাঝিবাড়ি স্ট্যান্ড সহ মহা সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে সমবেত হয়ে নির্মান শ্রমিকদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করতে থাকে। পুলিশ সুপার বলেন, পরে এসব কর্মসূচিতে অংশ নেওয়া আট থেকে ১০ হাজার বিক্ষোভকারীর ওই জায়গাসমূহের বিভিন্ন স্থানে বড় বড় গাছের গুড়ি, ইট ও বাশের বেড়িকেট দিয়ে বিক্ষোভ করতে থাকে।

এসময় তারা রাস্তার উপরে টায়ারে ও গাছের গুড়িতে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, বিক্ষোভকারীদের সুনির্দিষ্ট কোন দাবি ও স্থান ছিল না। পুলিশ সর্টগান ও গ্যাস গানের ফায়ার করে রাস্তা হতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এতে ১২জন পুলিশ তিন-চার জন সাধারণ মানুষ আহত হন। বিক্ষোভকারীরা তার নিজের এবং অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ির কাঁচ ভেঙ্গে দেয়। পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, সরকারি কাজে বাধা, সরকারি সম্পদ বিনষ্ট ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

একই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোরর্শেদ আলম জানান, পঞ্চপল্লির ঘটনা নিয়ে যে তিনটি মামলা হয়েছে তাতে এ পর্যন্ত ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুই জন আদালতে জবানবন্দী দিয়েছে। গ্রেপ্তারের তালিকায় ভিডিওতে দেখা দুই ব্যক্তিও আছে। তিনি বলেন, ভিডিওতে যাদের দেখা গেছে তাদের সবার পরিচয় সনাক্ত করা হয়েছে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ^াসকে গ্রেপ্তারের জন্য অভিযান চালনো হচ্ছে। তিনি বলেন, তবে প্রতিমায় কে আগুন ধরিয়েছে তা এখন পর্যন্ত সনাক্ত হয়নি।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান বলেন, পঞ্চপল্লির ঘটনার তদন্তে এডিএমকে আহŸায়ক করে তিন সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে ওই কমিটি সময় বৃদ্ধির আবেদন জানালে সময়কাল আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বলেন, গত মঙ্গলবার মধুখালীতে পুলিশের উপর হামলা সরকারি সম্পদ বিনষ্ট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে মধুখালী থানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION