1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মধুখালীতে গাছ ও বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালীতে গাছ ও বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫০১ জন পঠিত
মধুখালীতে গাছ ও বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ
মধুখালীতে গাছ ও বাঁশের খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ

শাহজাহান হেলাল : ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামে বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে। এতে জীবনের ঝুঁকিতে রয়েছে শত শত মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যুতের খুঁটি বসানোর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। এর ফলে যেকোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন এরাকাবাসী। সরেজমিন দেখা গেছে মেগচামী ১ নং ওয়ার্ডের মধ্যপাড়া খানবাড়ী থেকে মধ্যপাড়া গোরস্থান মডেল বাজার এসব এলাকায় গাছ ও বাঁশের ঝাড়ের মধ্য দিয়ে ঝুকিপূর্ণভাবে সংযোগ দিয়েছে (ডাবিøউ জেড পিডিসি এল) রাজবাড়ী অফিস। বৈদ্যুতিক খুঁটি না বসিয়ে বাঁশ ও গাছের ডালে বিদ্যুতের তার টানিয়ে দেওয়া হয়েছে।

অনেক স্থানে তারের ভাড়ে বাঁশগুলো হেলে পড়েছে। কোথাও বা হেলে থাকা বাঁশ আরও একটা বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে। রাস্তার আশেপাশের মেহগনি গাছের সাথেও বিদ্যুৎতের তার পেচিঁয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। কোথাও আবার তারে লতাপাতা জড়িয়ে আরও ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে। এক কিলোমিটারের কিছু বেশি রাস্তায় বসানো বাঁশের খুঁটির ভরসা করেই প্রায় ১শ’ বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটির জন্য চেষ্টা করছিলেন । কিন্তু খুঁটির ব্যবস্থা না করে কর্তৃপক্ষ বাঁশ বসিয়ে সংযোগ দিয়েছে।

মেগচামী এলাকার বাসিন্দা বাদশা মিয়া বলেন, আমার বাড়ির সামনে একটি সিমেন্টের খুটি ছিল সেটি ভেঙ্গে যাবার পর অফিসের লোক এসে মেহগনি গাছের সাথে বিদ্যুৎ তার পেচিঁয়ে রেখেছে, আমরা খুটি লাগাতে বলছি কিন্তু কর্তৃপক্ষ অপেক্ষা করতে বলে জানান দ্রæতই খুঁটি স্থাপন করা হবে। গত দশ বছরেরও বেশি সময় এভাবেই অপেক্ষা করছি। একই এলাকার শাহিন খন্দকার, এরশাদ খন্দকার, রাজিবুল হাসান ও সাব্বির খান সহ অনেকে জানান, ঝুঁকিপূর্ণ জেনেও নিরুপায় হয়ে এভাবে ঝুঁকি নিয়েই বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে। যে কোন দুর্ঘটনা ঘটার আগেই এই সংযোগগুলোর নিরাপদ ব্যবস্থা প্রয়োজন।এছারা এলাকায় বিদ্যুতের সংযোগ নেওয়া,মিটার দেখে বিল না দেওয়া এবং লাইনের নানা সমস্যার সমাধানের জন্য অতিরিক্ত টাকা দিয়ে মেরামত করতে হয় বলেও অভিযোগ করেছে এলাকাবাসি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুত বিভাগের একজন কর্মকর্তা জানান, ১শ ৩০ফুটের বেশি দূরত্বে সার্ভিস লাইন দেওয়ার কোন নিয়ম নাই। ১শ ৩০ফুটের অতিরিক্ত দূরত্ব হলে অবশ্যই খুঁটি দিতে হবে অন্যথায় সংযোগ দেওয়া যাবে না। অথচ এ এলাকায় ২শ থেকে ৩শ মিটারের বেশি দূরে গিয়ে খুঁটি বসানো হয়েছে। মাঝের স্থানগুলোতে বসানো হয়েছে বাঁশের খুঁটি।এ ব্যাপারে জানতে চাইলে ডাবিøউ জেড পিডিসিএল রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বলেন আমার এই বিষয়ে কিছু জানা নেই তবে ওই এলাকায় গিয়ে বিষয়টি দেখে সমাধান করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION