শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ৮৫পিস ইয়াবাসহ র্যাবের হাতে এক জন আটক হয়েছে। জানা যায়, ফরিদপুর র্যাব ক্যাম্পের টহলরত দলের ডিএডি মোঃ শেখ ইসরাইল আমিন জানান ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের মোঃ ছালেক শেখ(৬০) এর বাড়ী থেকে ৮৫ পিস ইয়াবাসহ মোঃ লোকমান মল্লিক (২৪) কে আটক করে। সে পৌরসভার বনমালিদিয়া গ্রামের মোঃ নুরু মল্লিকের ছেলে। র্যাব এ সময় মোঃ লোকমান মল্লিকের হেফাজত হতে ৮৫ পিচ ইয়াবা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
Leave a Reply