স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এর ৩৭৮তম শাখার উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু মো. ইয়া হিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মাদ মুনিরুল মওলা।
বিশিষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়াযরম্যান মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।
এ সময় বক্তব্য রাখেন মধুখালী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, রাজ্জাক খান জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান, জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, মধুখালী বাজার বনিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোন প্রধান মোঃ আব্দুস সালাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ হাসান ইকবাল, মধুখালী শাখা প্রধান মোহাম্মাদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রেদোয়ান সিদ্দিকী। #
Leave a Reply