মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভা সদরের ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে বুধবার ভোরে বাকপ্রতিবন্ধীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন মৃত. গোকুল রায়ের ছেলে বাকপত্রিবন্ধী তাপষ রায় (৪৫) এবং কৃঞ্চ রবি দাসের ছেলে স্বপন রবি দাস (৩৫)। পুলিশ জানায় লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
মধুখালী থানা পুলিশ সুত্র থেকে জানায়, স্থানীয় ভাবে জানাযায় অ্যালকোহল পানে বুধবার ২২ ফেব্রæয়ারি ভোর তিনটার দিকে পশ্চিম গাড়াখোলার মৃত. গোকুল রায়ের ছেলে তাপস রায় বসতঘরে অসুস্থ্য হয়ে ছটফট করতে করতে মারা যায়। অপরদিকে একই সময় পশ্চিম গাড়াখোলা কৃঞ্চ রবিদাসের ছেলে স্বপন রবিদাস অসুস্থ্য হয়ে পরলে প্রথমে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিবার ও এলাকার লোকজন মারফত জানা গেছে, অ্যালকোহল জাতীয় কিছু সেবন করে দুই জনের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। ডাক্তারের মতামতের পর আরো নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply