তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের ভ্যান চালকের শিশু দুই ছেলের পাজারো গাড়িতে উঠার স্বপ্ন পূরন করলেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া।
ভ্যান চালক শাহাদত হোসেন জানান, তার শিশু দুই ছেলের স্বপ্ন দীর্ঘদিন ধরে পাজারো গাড়িতে চড়া। কিন্তু পাজারো গাড়িতে চড়ানোর সাধ্য তার নেই। শাহাদত পেশায় একজন ভ্যান চালক।
বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তার দেখাতে আসে শাহাদত। ডাক্তার দেখিয়ে সন্ধ্যার আগে পৌরসভায় গিয়ে পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়াকে তার ছেলেদের স্বপ্নের কথা বলেন। মেয়র তাদের স্বপ্নের কথা শোনে সাথে সাথে শিশু দুই ছেলেকে মেয়রের পাজারো গাড়িতে উঠিয়ে ঘুরিয়ে বেড়ায়।
শাহাদত হোসেন বলেন, আমার দুই শিশু সন্তানের দীর্ঘদিনের স্বপ্ন পাজারো গাড়িতে চড়ার। অর্থের ভাবে তাদের গাড়িতে চড়াতে পারিনি। তাই মেয়র সাহেবের নিকট তাদের স্বপ্নের কথা বলার সাথে সাথে মেয়র গাড়িতে চড়িয়ে তাদের ঘুরিয়ে স্বপ্ন পূরন করেছেন। মানবতার মেয়রকে অভিনন্দন ও ধন্যবাদ।
Leave a Reply