স্টাফ রিপোর্টার : ফরিদপুর-ভাঙ্গা রেল পথের গজারিয়ায় দেড় হাজার প্যাডেল ক্লিপ খুলে নিয়েছে কে বা কারা। বৃহস্পতিবার সন্ধ্যার বিষয়টি বুঝতে পারে কর্তৃপক্ষ। ভাঙ্গার স্টেশন মাস্টার মোঃ শাহজাহান জানান, নিয়মিত চেকিং এর অংশ হিসাবে বুধবার সন্ধার আগে পুশ ট্রলি রেল লাইন চেক করার সময় রেল লাইনের প্রায় ১৫-১৬শ প্যান্ডেল ক্লিপ খোলা দেখতে পাই। এতে ¯িøপার দুর্বল হয়ে পড়ে। পরে তাৎক্ষনিক বিষয়টি রাজবাড়ি রেল কর্তৃপক্ষকে জানানো হয় এবং নষ্ট হওয়া রেল পথের উপর সিগনাল দিয়ে পুশ ট্রলিটি দাড়িয়ে থাকে।
এসময় রাজবাড়ি থেকে ভাঙ্গা গামী লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গা আসার পথে নওপাড়ায় এসে সিগনাল দেখে থেমে যায়। যার কারণে বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে যাত্রীবাহী ট্রেনটি রক্ষা পায়। এসময় ট্রেন লাইন মেরামতকারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও রেল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে এবং মেরামতের কাজ শুরু করে। রেলপথ মেরামত শেষে রাত ৯ টা ৪০ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে গিয়ে পৌঁছায়। এতে প্রায় আড়াই ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply