স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গা বাজারের থানা রোডে কাঠ পট্রির খাস খতিয়ানভুক্ত ৫৫ শতাংশ জমি নিয়মতান্ত্রিকভাবে প্রকৃত ব্যাবসায়ীর নামে বরাদ্দ দেয়া হয়েছে দাবী করে দখল বুঝে পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ব্যাবসায়ীরা।
শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা সদরের বাজারে ওই জমিতে মানববন্ধন করে এ দাবী জানান ব্যাবসায়ীরা। এসময় ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা, ব্যাবসায়ী ইমরান মুন্সী, শওকত আলী মোল্লা, হায়াত আলী মোল্লা, মাসুদ শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনকারীদের দাবী, আবেদন করার পর যাচাই বাছাই সাপেক্ষে ৮৪ জন ব্যাবসায়ী ওই জমি বরাদ্দ পায়। এসব ব্যাবসায়ীরা বৃহস্পতিবার সকালে ওই জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে একটি স্বর্থান্বেসী মহল বাঁধা সৃষ্টি করে, পরবর্তীতে দুপুরে প্রশাসনের পক্ষ থেকে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে ব্যাবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছে বলে দাবী তাদের। #
Leave a Reply