মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা :ফরিদপুরের ভাঙ্গায় ২০০৪ সালের ২১ আগষ্টের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের সমাবেশে চালানো ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন,প্রতিবাদ ও এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারকীয় এই জঘন্য হামলায় আইভী রহমানসহ ২৪ জন আওয়ামীলীগের নেতাকর্মী নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় এর ধারাবাহিকতায় এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নেতৃত্ব দেন। রোববার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ শেষে ওই দিনের ঘটনা তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে গিয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা পরিষদের -চেয়ারম্যান এস,এম,হাবিবুর রহমান, সাবেক উপজেলা -চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন,ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা সহ দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
Leave a Reply