মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ঐতিহ্যবাহী ‘‘ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩৩- তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনাড়ম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল(শুক্রবার) দিন ব্যাপী ডাঃ কাজী আবু ইউছুব স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাষ্টার, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইকরাম আলী ফকির, কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ শাহ আলম, একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ^াস, আওয়ামীলীগ নেতা এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক জহুরুল হক মিঠুন, যুবলীগ নেতা শহিদুল হক লিটনসহ বিদ্যালয়ের শিক্ষকগণ।
এর আগে সকালে প্রধান অতিথি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান স্থলে পৌঁছালে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রধান শিক্ষক হায়দার হোসেন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এতে দেহ ও মন পরিবর্তনের মাধ্যমে তরুনরা জাতি গঠনে ভ’মিকা রাখতে পারে।
Leave a Reply