মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী পুরাতন হাটে এলাকার এক প্রভাবশালীর বিরুদ্বে পানি উন্নয়ন বোর্ডের জায়গা সরকারী খাস জমিতে অবৈধভাবে স,মিল নির্মান করে মসজিদ ও বাজারের চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
স,মিল নির্মানের ফলে বাজারের একটি জনবহুল মসজিদের ঘাট, বাজারে চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় মুসল্লি,এলাকার জনসাধারন ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছে। জানা গেছে,এলাকার প্রভাবশালী বেলায়েত হোসেন পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমান দখল করে একই এলাকার সরফ ফকিরের নিকট প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করেন। সরফ ফকির মসজিদের মুসল্লী ও বাজারের ব্যাবসায়ীদের কোন প্রকার তোয়াক্কা না করে স,মিল নির্মান করেন।
এতে মসজিদের সামনের রাস্তা,ওযু-গোসলের নদীর ঘাট এবং বাজারের গলির পথ বন্ধ হয়ে যায়।এতে মসজিদের মুসল্লী ও ব্যাবসায়ীদের পরিবহনে চরম অসৃুুবিধা দেখা যায়। অপরদিকে স,মিল চালানোর ফলে কাঠের গুড়ো এবং মেশিনের বিকট শব্দে ইবাদতে বিঘœ ঘটে। এছাড়া বাজারের মাঝখানের গলির রাস্তাটি পুরেপুরি বন্ধ করায় ব্যাবসায়ী বহিরাগত লোকজনের যাতায়াতের চরম বিঘœ সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে এলাকার মুসল্লি ও বাজারের ব্যাবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ভাঙ্গা সহকারী কমিশনার(ভ’মি)এস.এম মুস্তাফিজুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ অনিক হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে এটি বন্ধ করার নির্দেশনা দিলেও আইন অমান্য করে প্রভাবশালী চক্রটি স,মিলের কাজ চালিয়ে যাওয়ায় মুসল্লীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply