মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা ও ফরিদপুর নৌপুলিশের সদস্যরা। রোববার সকালে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে স্থানীয় এলাকাবাসী লাশটি ভাসতে দেখে ভাঙ্গা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় ভাঙ্গা থানা ও ফরিদপুর নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে দুপুর দেড়টার সময় স্থানীয়দের সহায়তায় সাব্বির হোসেন (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে।
সে সিলেট ওসমান নগর থানার তাজপুর গ্রামের ইসলাম নুরের পুত্র বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশটি উদ্বারের পর মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে,গত ১২ আগষ্ট শুক্রবার সদরপুর থানার আড়িয়াল খাঁ নদীতে বালু ভর্তি করার সময় অসাবধানতা বসত পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলো।
Leave a Reply