ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ সেমিনার কক্ষে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর আওতায় স্থানীয় নারী প্রতিনিধি,মানবাধিকার ও আইন সহায়তা বঞ্চিত নারী,মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউ,পি চেয়ারম্যান কাওসার ভ’ঁইয়ার সভাপতিত্বে সভায় মানবাধিকার আইনসহায়তা বিষয়ক আলোচনা করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক এবং মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী (ফরিদপুর ও রাজবাড়ী) প্রধান মোঃ শহিদুল ইসলাম। ব্র্যাক ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক সমম্বয়কারী নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান,আঃ ছামাদ,শওকত মোল্লা,প্রধান শিক্ষক হেমায়েত হোসেন,মসজিদের ইমাম তরিকুল ইসলাম,মহিলা ইউপি সদস্য ফাহিমা বেগম,রেবা বেগম,শ্রাবনী আক্তার ,মহসিন হোসেন প্রমুখ। সভায় মানবাধিকার ও আইন সহায়তা কমৃসূচীর ৩৪ বৎসর,করোনা ভাইরাসের সংক্রমন ও প্রতিরোধ ,মানবাধিকার,জেন্ডার,বিশেষ চাহিদা শিশু,মানব পাচার,পারিবারিক আইন ও বিরোধ,সালিশযোগ্য ও অসালিশযোগ্য অপরাধ বিষয়ে আলোকপাত করা হয়।
Leave a Reply