মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্বের স্মৃতিচারণ,আলোচনা সভা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা,শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ,থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা,মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব, কৃষি সম্প্রসারণ কমৃকর্তা মোল্লা আল মামুন, অধ্যাপক এ,বি,এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মানোয়ার হোসেন,এসএসডি কর্মকর্তা মোঃ শাহ আালম,হাইওয়ে থানা,ফায়ার সার্ভিস,প্রানী সম্পদ সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সকলের সহযোগিতা কামনা করে বলেন,বিগত বছরের তুলনায় এবার দিবসটি সুন্দরভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হবে।
Leave a Reply