মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়াড়ী জাল এবং কারেন্ট জব্দ করা হয়েছে। আজ দুপুরে উপজেলার তুজারপুর বিল,নুরপুর বিল এবং নওয়াপাড়া বিল সহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ৬০ টিরও বেশী চায়না দুয়াড়ী এবং প্রায় ২ হাজার ৫,শ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাহী অফিসার আজিম উদ্দিনের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা,সংশ্লিষ্টরা।
Leave a Reply