মোঃ সরোয়ার হোসেন : ‘‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’’- এই শ্লোগানকে সামনে রেখে র্যালী,আলোচনা সভার মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
র্যালীতে জীবন বীমা কর্পোরেশন,মেঘনা লাইফ ইন্সুরেন্স,সন্ধানী লাইফ ইন্সুরেন্স ,ডেল্টা লাইফ ইন্সুরেন্স সহ বেশ কয়েকটি বীমা কোম্পানীর প্রতিনিধি,কর্মকর্তা,কর্মচারী,বীমা সংশ্লিষ্ঠরা ব্যানার সহকারে উপস্থিত ছিলেন। জীবন বীমা কোম্পানী ১১১ নং ভাঙ্গা শাখা ব্যবস্থাপক ফারুক হোসেনের সঞ্চালনায় ্উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ।
প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান বীমা কোম্পানীতে চাকুরী করতেন। সঞ্চয়,জীবন সুরক্ষার প্রয়োজনে জাতীয় বীমা খাতকে স্বচ্ছভাবে এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, অনেকইে বীমা খাত সম্পর্কে স্বচ্ছ ধারনা নেই । প্রচার এবং স্বচ্ছভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ খাতে সঞ্চয় এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্যে দিয়ে জাতীয় অগ্রগতি সাধিত হবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর অনিতা দত্ত, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ভাঙ্গা শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলাম,মেঘনা লাইফ ইন্সুরেন্স ভাঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান সহ বীমা সংশ্লিষ্ঠ কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
Leave a Reply