মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক সংগঠন ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭-তম শাহাদাত বার্ষিকী পালিত পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা মুক্তিযোদ্বা ভবন কার্যালয়ে তার প্রতিকৃতিতে মুক্তিযোদ্বা,উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্বা জানান। প্রথমে ফরিদপুর-৪ আসনের সংসদসদস্য মজিবুর চৌধুরী নিক্সন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন,্এ্যাপোলো নওরোজ প্রমুখ। পরে তিনি উপজেলা যুবলীগের আয়োজনে এক কাঙ্গালীভোজের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পৃথক এক অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্বাদের আয়োজনে মুক্তিযোদ্বা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনাসভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব,গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,সহকারী কমিশনার(ভ’মি)মাহামুদুল হাসান,থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম ।
Leave a Reply