ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে কৃষি অফিস কার্যালয় চত্বরে উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপÍরের আয়োজনে ২ হাজার কৃষকদের মাঝে ১ কেজী বারি-১৪ জাতের সরিষা বীজ ও ২০ কেজী ডিএপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আশুতোষ বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুর রহমান খানের সভাপতিতে¦ কৃষি অফিসার সুদর্শন শিকদারের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা,ব্রি-আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকতা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply