ভাঙ্গা প্রতনিধি:
ফরিদপুেররে ভাঙ্গায় বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ শাহজাহান হাওলাদার করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা তৈরীতে নানা র্কমসূচী গ্রহন করেছেন। আজ সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুর পাড় গ্রাম থেকে আগামী ইউ,পি র্নিবাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি মোটর শোভাযাত্রা করে বেশ কয়েকটি স্থানে জনসাধারনের মধ্যে সচেতনতামূলক প্রচারনা এবং তাদের মাঝে কয়েক হাজার মাস্ক বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন তার সহর্ধমীনি শিউলি হাবীব ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দসহ অন্যান্যরা।
Leave a Reply