মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভাঙ্গা সরকারী কে,এম কলেজের সাবেক ভিপি শরীফুজ্জামান শরীফ,তার ভাই সাবেক ভিপি সাইফুল ইসলাম শওকত এবং আরেক ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম মওলার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে এক প্রতিবাদ পথসভা করেছে উপজেলা আওয়ামীলীগ।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গত ২২ মার্চ উপজেলার বালিয়াচরা গ্রাম এবং সোনাখোলা গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দু,গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাটিকে ভিন্নখাতে নেওয়ার জন্য কোন অদৃশ্য কারনে পুলিশ বালিয়াচরা গ্রামের কোন লোকের নামে মামলা না দিয়ে সোনাখোলা গ্রামবাসী তথা শরীফুজ্জামান শরীফের পরিবারটির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলেছে।
অথচ ঘটনার সাথে আওয়ামীলীগ নেতা শরীফুজ্জামান শরীফ সহ তার পরিবারের সদস্যরা জড়িত ছিলনা। রহস্যজনক কারনে শরীফুজ্জামান ও তার পরিবারের সদস্যদের অনবরত হয়রানী করে নাজেহাল করে চলেছে। সভায় অবিলম্বে শরীফুজ্জামান শরীফের পরিবারের সদস্যদের পুলিশি হয়রানী বন্ধ করে তাদের বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারন সম্পাদক আক্তারুজ্জামান রাজা(ভারপ্রাপ্ত), জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল উদ্দিন,সাবেক ইউ,পি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ খান প্রমুখ।
Leave a Reply